মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার বাগাট ইউনিয়নের রায়জাদাপুর ঘাট এলাকার মধুমতি নদীর মধ্যবর্তী স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন আমরা সংবাদ পেয়ে বাগাট ইউনিনের রায়জাদাপুর মধুমতি নদীর ঘাট এলাকার নদীর মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করি। তার বয়স অনুমান ৫৫-৬০ বছর। মুখে অনুমান ২.৫ ইঞ্চি লম্বা সাদা পাকা দাঁড়ি আছে। তার পরনে বা শরীরে কোন কাপড় পাওয়া যায়নি। লাশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে তিনি লাশটি শনাক্তের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
