ক্রীড়া ডেস্ক
ফিফা ঘোষণা করেছে, ২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে, যা হবে ৩২ দলের অংশগ্রহণে ৩২ দিনের এক বড় আয়োজনে। এই বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।
এটি হবে নারী ফুটবল বিশ্বকাপের ১০তম আসর এবং প্রথমবারের মতো লাতিন আমেরিকাতে আয়োজিত হবে। ৩২টি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি ৬টি অঞ্চলের ফেডারেশন থেকে নির্বাচিত দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল সরাসরি খেলবে, এবং কনমেবল (লাতিন আমেরিকা) অঞ্চল থেকে তিনটি দল অংশ নেবে। ইউরোপ (উয়েফা) থেকে ১১টি দল, এশিয়া (এএফসি) থেকে ৬টি দল, আফ্রিকা (কাফ) থেকে ৪টি দল, কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান) অঞ্চল থেকে ৪টি দল এবং ওশেনিয়া (ওএফসি) থেকে ১টি দল খেলবে। বাকি দলগুলো প্লে-অফের মাধ্যমে যোগদান করবে।
বর্তমানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্পেন, যারা ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।