মো. তাসলিম উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের পর শহীদ আহতদের স্মরণে সরাইলে জামায়াত ইসলামের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখা।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন, সরাইল উপজেলা জামায়েতে ইসলামের আমির এড. মনিরুজ্জামান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন, সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, ছাত্র প্রতিনিধি ইফরান খান প্রমুখ।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেলাম। বুকের তাজা রক্ত দিয়ে যে-সব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
একটি সুখী-সমৃদ্ধ, বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবব্ধভাবে কাজ করতে হবে। ইনসাফ ভিত্তিক, একটি বৈষম্যহীণ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশ প্রেমিক নাগরিকদেরকে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান তারা। মাহফিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
Share Now