ePaper

বেগমগঞ্জে পুকুর দখলে বাধা দেওয়ায় প্রবাসীকে মারধর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বেগমগঞ্জে লিজ নেয়ার নামে এক প্রবাসীর মালিকানা পুকুর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে। পুকুর দখলে বাধা ও ইজারার টাকা চাওয়ায় উল্টো প্রবাসীকে মারধর করা হয়। উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, উত্তর অভিরামপুর গ্রামের মৃত-নূরের রহমানের পুত্র সৌদি আরব প্রবাসী হারুনুর রশিদের মালিকানা পুকুরটি একই বাড়ির প্রতিবেশি হাফিজ উল্যার পুত্র আবদুল জলিলসহ আরো কয়েকজন তাকে না জানিয়ে বিগত পনের বছরের ন্যায় তার পুকুরটি পাঁচ বছরের জন্য ইজারা দেয়। এরপর ইজারাদাররা পুকুরটিতে পানি সেচ করতে থাকে। এরই মধ্যে হারুনুর রশিদ ছুটিতে এসে গত ১৬ এপ্রিল তাদের কাছে ইজারার টাকা চাইলে তারা টাকা না দিয়ে উল্টো প্রবাসীকে মারধর করা হয়। এতে তিনি সপরিবার সহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বর্তমানে পুকুরটি অন্যায় ভাবে দখল করার চেষ্টা করছে বলেও অেিভেযাগ করেন প্রবাসী হারুনুর রশিদ। ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভূক্তভোগী হারুনুর রশিদ জানান, আমি একজন প্রবাসী। এতো কিছু আমি বুঝিনা। তারা ইজারা নেয়ার নামে আমার পুকুরটি দখলের চেষ্টা করছে। আমাকে ইজারার টাকাও দিচ্ছেনা। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে অভিযুক্ত আবদুল জলিল কথা বলতে রাজি হননি। অন্যাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। স্থানীয় ওর্য়াড মেম্বার তসলিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি অবগত হওয়ার পর প্রবাসী হারুনের পরিবারের নিকট ষাট হাজার টাকা দেওয়া হয়েছে। বাকী টাকা হারুনকে দেওয়া হবে বলার পরেও অহেতুক অবুঝের মত কথাবার্তা বলতে থাকে। তবে বাকী টাকা স্বাক্ষ্য প্রমাণের মাধ্যমে দিয়ে লিখিত নেওয়া হবে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার দন্তকারী অফিসার আবু তাহের বলেন, আসামীদেরকে বিগত পনের বছর ধরে কিভাবে পুকুর ইজারা দিয়ে আসছে তার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সবাইকে নিয়ে কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *