সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি : বিশ্ব বিখ্যাত ইউটিউবার ও অস্ট্রেলিয়ান নাগরিক বনি আমিন ২৬ ফেব্রুয়ারি বিকালে চট্রগ্রাম যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতি করেন। এ সময় তিনি ফেনীর মহিপালে এম আর মার্কেটের আর এস মটরস এ কিছু সময় অতিবাহিত করেন। বনি আমিনের ফেনীতে যাত্রা বিরতির খবর পেয়ে ভক্তরা ভীড় জমায়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন স্বদেশ কন্ঠের নির্বাহী সম্পাদক চৌধুরী এ এম মোর্শেদ শিবলী, দৈনিক নবচেতনা’র ফেনী জেলা প্রতিনিধি সাহেদ চৌধুরী। আর এস মটরস এর স্বত্বাধিকারী আবু শাহারিয়া স্বজন এর আমন্ত্রণে বনি আমিন ফেনীতে আসেন।
উল্লেখ্য, বনি আমিনের জন্মস্হান নোয়াখালীর হাতিয়ায় হলেও তিনি অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার পর বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করে নেন। জন্মদেশের টানে তিনি এখন থেকে বছরে ৩ বার দেশে আসার ঘোষণা দেন।
বনি আমিন বিশ্বের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে নতুন নতুন যায়গা দর্শকদের দেখান। তিনি গত কয়েক দশকে পৃথিবীর ৭ মহাদেশের প্রায় সব দেশ ভ্রমণ করেছেন। ফেসবুকে ২ মিলিয়ন ফলোয়ার রয়েছে বনি আমিনের।