সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
ফেনী জেলা শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফেনী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমিতির আহ্বায়ক মো. হারুন অর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি’র (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি’র (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম.এ খালেক ও গাজী হাবিবুল্লাহ মানিক, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটোয়ারী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ফেনী জেলা’র সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক, ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক, এডভোকেট মেজবাহ উদ্দীন, জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, শিক্ষকরা হলো জাতির মেরুদন্ড। শিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিকভাবে চলে তাহলে শিক্ষার্থীরাও ঠিকভাবে চলবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এই শিক্ষকরা বিরাট ভূমিকা পালন করে থাকেন। খালেদা জিয়া কোনো অবৈধ নির্বাচনে শিক্ষকদের কাজে লাগায় নাই। ইফতার পূর্ব দেশ-জাতি ও শিক্ষকদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম ভূঁইয়া।