সাহেদ চৌধুরী, ফেনী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে হযরত আমীর উদ্দিন শাহ প্রকাশ পাগলা (রহ.) দরগাহ মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নামাজ শেষে আয়োজিত এ মাহফিলে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
