সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
১৯ এবং ২০ নভেম্বর তারিখে গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল কর্তৃক ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অর্ন্তগত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কাপড়: শাড়ী, থ্রী পিস, পাঞ্জাবী ইত্যাদি এবং চকলেট, মদ, গরু ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ০১ কোটি ০৭ লক্ষ ৪৮ হাজার ১৭৫ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক সমূহ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি প্রতিনিয়ত সীমান্ত পাহাড়া, মাদকের অবৈধ পাচার রোধ,ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
