ePaper

প্রবাসী ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহবান মেয়র ডা, শাহাদাতের

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন। গতকাল ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর লন্ডন সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় এ আহবান জানান মেয়র। সভায় মেয়র ডঃ শাহাদাত হোসেন বলেন,  চট্টগ্রামকে আমি বিশ্ব বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিতে নগরীর যোগাযোগ অবকাঠামোকে ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি এক সময়ের চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতাও অর্ধেকে নামিয়ে এনেছি। আমেরিকা, জাপান, ইংল্যান্ডসহ উন্নত দেশগুলোর প্রযুক্তি ও জ্ঞানকে ব্যবহার করে চট্টগ্রামের সম্ভাবনাকে আরো মেলে ধরতে কাজ চলছে। প্রবাসী ধণাঢ্য ব্যক্তিরা চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি, পর্যটনের মতো খাতগুলোতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।  প্রবাসীরা বিনিয়োগ করুন, আমরা সহযোগিতা করব। বিবিসিআই-এর সভাপতি রফিক এম. হায়দারের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালনা করেন পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হুসাইন, সহ-সভাপতি আবুল হায়াত নূরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম. রহমান, ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফফার, আশিকুর রহমান, অর্থ পরিচালক হেলাল উদ্দিন খান, প্রাক্তন সভাপতি এস. বি. ফারুক এবং বেশ কয়েকজন কমিউনিটি নেতা। বৈঠকে বিবিসিসিআই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেয়। প্রস্তাবিত অংশীদারিত্বের আওতায়, বিবিসিসিআই চট্টগ্রামে যুব দক্ষতা বৃদ্ধি এবং পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ এবং পেশাদার সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধনে উভয় পক্ষ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *