পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে টোনা ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। টোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে নগর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শিকদার সাঈদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার নন্দী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মরজিনা মোর্শেদ, টোনা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসন্তী রানী মজুমদার, জিআইএস স্পেশালিস্ট মির্জা জদিদ হাসান, জুনিয়র আরবান প্ল্যানার রিফাই রাফি রাসেল প্রমুখ। গণশুনানিতে টোনা ইউনিয়নের আগামী ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠে আসে। শিক্ষক, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণশুনানিতে অংশ নিয়ে নিজ নিজ লিখিত মতামত প্রদান করে।
