ePaper

পটুয়াখালীতে যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

কাজী মামুন,পটুয়াখালী

পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন নিউমার্কেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। পটুয়াখালী স্টেশনের কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দ করা পলিথিন পরিদর্শক পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়েছে।পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *