ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শিশু শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রথম বারের মতো প্রকাশিত হলো শিশুতোষ পত্রিকা রোদ্দুর। শিশু শিক্ষার্থীদের স্বপ্ন বুননে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এটি একটি উজ্জ্বল সূচনা, একটি নতুন অধ্যায়। পত্রিকাটিিেত শশুদের আঁকাছবি, ছোটগল্প, ছড়া, কবিতা. স্মৃতিকথা সুন্দও ভাবে সন্নিবেশিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব এর সম্পাদনায় চার কালারের দুই পাতার ত্রৈমাসিক এ পত্রিকা গত ডিসেম্বর ২০২৫-এ প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। রোদ্দুর প্রকাশনা সম্পর্কে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিশুরা আমাদের জীবনের রোদ্দুর। তারা নিস্পাপ আলোয় ভরা ছোট নক্ষত্র। তাদের হাসি, উচ্ছলতা পৃথিবীকে করে তোলে কোমল ও সুন্দর, আর প্রতিটি স্বপ্নে ও খেলায় লুকিয়ে থাকে এক বিশাল ভবিষ্যতের সম্ভাবনা। মনে জাগে স্বপ্নের বীজ। হৃদয়ে জাগে কল্পনাররঙ। পত্রিকাটিতে শিশুরা নিজের হাতেই আঁকবে তাদেও রঙিন পৃথিবী, নিজের ভাষায় বলবে মনের কথা, আর পাঠের মাধ্যমে খুলে দিবে নতুন জগতের দরজা। তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা প্রযুক্তির জলমলে পর্দার মাঝে শিশুরা যেন হারিয়ে না গিয়ে বইয়ের সুবাসে, শব্দের মায়ায়, সৃজনশীলতার নরম কোমলতায় বেড়ে উঠতে পারে। আনন্দময় শৈশব গড়ে উঠে আলোকিত পথ । সচিত্র রোদ্দুরের প্রতি সংখ্যা হবে শিশুদের জন্য স্বপ্নের জানালা, মেধা ও মননের উন্মেষক্ষেত্র। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
