মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুরে ছুটছে ভোটের গাড়ী। আজ রবিবার নরসিংদী জেলা প্রশাসক কায্যালয়ের সামনে প্রচার চালানো হয়। সকালে জেলা প্রশাসক কায্যালয়ের সামনে গাড়ীটি অবস্থান নেয়। এ সময় সচেতনতা ও গনভোট বিষয়ে দুই ঘন্টা ব্যাপি সচেতনতা মুলক নানান বিষয় প্রচার করা হয়। নির্বাচনী ও দেশাত্নক ভোদক গান অনুষ্ঠিত হয়। এসময় গনভোট সংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্য প্রচার করা হয়। উক্ত বক্তব্য শুনতে জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষের উৎসব ভীড় ছিল ভোটের গাড়ী ঘীরে।
