ePaper

নলকুড়ি পূর্ব শত্রুতার জেরে  প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে  হামলা গুরুতর আহত

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার   নাংলা ইউনিয়ন নলকুড়ি নয়াপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের  ধরে  প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্য তার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক গুরুতর আহত করেছে বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম আল আমিন (২৩) তিনি একই এলাকার বাসিন্দা নয়ন মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা গুরুত্বর বলে জানা গেছে। গতকাল   সরে জমিনে ঘুরে জানা গেছে, আহত আল আমিন তাঁর নিজ বাড়িতে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। এদিকে হামলাকারী কালাম একজন চিহ্নিত মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান। তবে সন্ত্রাসী কামাম গংরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে আবারো হুমকি প্রদর্শন করে আসছে এবং মামলা তুলে নিতে বাদীকে নানান ভয়ভীতি হুমকি ধামকী দিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ঘটনার সূত্রে জানা গেছে গত ১ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে নলকুড়ি নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ কালাম, মোঃ ইসমাইল হোসেন ও একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, জাক্কি মিয়া, এবং চারাইলদার গ্রামের বাসিন্দা মমিনের ছেলে নিরব মিয়া পূর্ব পরিকল্পিত ভাবে পাশের বাড়ির বাসিন্দা নয়নের ছেলে আল আমিন কে রাত ১টার দিকে তাঁর উপর দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে তাঁর বাড়ীর ঘরে ঢুকে তাঁর উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক গুরুতর আহত করে চলে যায়। তাঁর ডাক চিৎকারে চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকরী  পালিয়ে য়ায়। এবিষয়ে মেলান্দহ থানায় একটি মামলা রেকর্ড করা হলেও। আসামিরা জামিল মুক্তি পেয়ে বাদী পক্ষ কে উল্টো হুমকি ধামকী দিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এই বিষয়ে বাদী নয়ন মিয়া পুলিশ প্রশাসন ও আদালতের  কাছে প্রতিকার চেয়ে হস্তক্ষেপ কামনা করছেন। যাতে মাননীয় বিজ্ঞ আদালত আসামিদের জামিন না মুন্জুর করে আসামি মোঃ কালামসহ তাদের কে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করতে মাননীয় আদালতের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *