নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী

জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের নরসিংদী জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. গোলাম হোসাইন, মো.খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির সজন তারা বলেন সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লগ পদ বিলুপ্ত করে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে তারা দুই ঘণ্টা কর্মবিরতি যেতে হয়। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। এ সময় আদালতের নিরাপত্তা প্রহরী, নাজির, পেশকার ও সার্টিফিকেট সহকারীসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *