ePaper

দিনাজপুরে ১০ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

আব্দুস সাত্তার, দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জে ১০ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহত যুবক সাধন চন্দ্র রায়ের (২২) লাশ পুকুর থেকে উদ্ধারের পাঁচ দিনের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করেছে এবং মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সাধন চন্দ্র রায়কে হত্যা করেছে তারই বন্ধু মনদীপ রায় (২০)। গতকাল শনিবার দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিফাত-ই-রাব্বানী, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার উপস্থিত ছিলেন। এই ঘটনায় মনদীপ রায়কে গ্রেফতার করা হয়েছে। তিনি একই গ্রামের তপন কুমার রায়ের ছেলে এবং নিহত সাধন চন্দ্র রায় রনটি গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে। সাধন স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। গত ২৩ জুন বোচাগঞ্জের রনটি গ্রামের পুকুর থেকে সাধনের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন নিহতের পরিবার বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে এবং পাঁচ দিনের মধ্যে হত্যা কান্ডের মূল আসামী মনদীপ রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মনদীপ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ৩ মে মনদীপ সাধনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিল এবং ৩ জুনের মধ্যে তা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। ২৩ জুন রাত ৯টার দিকে মনদীপ সাধনকে পুকুর পাড়ে ডেকে নেয় এসময় সাধন তার কাছে ধার দেয়া ১০ হাজার টাকা ফেরত চায়। তখন দু জনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মনদীপ বাঁশের লাঠি দিয়ে সাধনের মাথায় আঘাত করে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সে লাশ ও মোটরসাইকেলটি পুকুরে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *