ePaper

ট্রাকের সাথে ধাক্কায় একই পরিবারের ৪ মৃত্যু

জুয়েল মিয়া, ময়মনসিংহ

ময়মনসিংহে ড্রাম ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল দম্পতিসহ একই পরিবারের চারজনের। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিলো। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আরও দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ ও স্ত্রী বকুলা আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার পুত্রবধূর লাবনী আক্তার। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানান, অসুস্থ শ্বশুড় খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪ টার দিকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দম্পতি আব্দুর রাশিদ ও বকুলা আক্তার ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে এবং বিদ্যা মিয়া ও পুত্রবধু নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাড়িতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *