ePaper

জাদুঘরে উদ্যোক্তা শিল্পাচার্য জয়নুল আবেদিন শীর্ষক

সেমিনার ও আলোচনা সভার আয়োজন

পিযুষ কুমার বিশ্বাস

শিল্পাচার্য জয়নুল আবেদিন ২৯ ডিসেম্বর ১৯১৪ সালে বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর বিখ্যাত এ বাঙালি চিত্রশিল্পী ছিলেন আধুনিক চিত্রকলার পথিকৃৎ। তার অসাধারণ শিল্প-মানসিকতা ও কল্পনাশক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এ দেশের চারুকলা শিক্ষার সূচনা হয়। তার চিন্তা-চেতনা সৃজনশীলতায় বিকশিত হয়েছে বাংলার চিত্রকলা ভুবন। ১৯৭৫ সালে জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে তিনি নিজেকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর গতকাল সোমবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনয়তনে ‘উদ্যোক্তা শিল্পাচার্য জয়নুল আবেদিন’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আয়োজন করে। সেমিনার ও আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। স্বাগত বক্তব্য প্রদান করেন জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদশে জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের উপ-কীপার সাইদ সামসুল করীম। সভাপতিত্ব করবেন বাংলাদেশজাতীয় জাদুঘরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *