ePaper

ছাত্রদলের দাবি: আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও ছাত্রলীগ নিষিদ্ধ

ছাত্রদলের আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে ছাত্রদলের দাবি তুলে ধরছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার চাইলেন ছাত্রদল নেতারা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই মানববন্ধনের আয়োজন করে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বক্তব্য

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। তবে, প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্রসংগঠনের প্রতিনিধিদের দেখা করার সুযোগ থাকা উচিত। একটি মাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা দেখা করতে পারেন, তবে তা কোনো প্রেস নোটের মাধ্যমে হওয়া উচিত নয়। আমরা ২৮টি ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে সভার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানাইনি কারণ তারা নিজেদেরকে রাজনৈতিক ছাত্রসংগঠন মনে করে না।’

বিভ্রান্তিমূলক প্রচারণার প্রতিবাদ

মানববন্ধনে ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ‘আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচারণার তীব্র নিন্দা জানাই। অতীতে গোপন আঁতাতের মাধ্যমে রাজনীতি করা একটি ছাত্রসংগঠন এখন প্রকাশ্যে এসেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তারা রাজনীতিতে সক্রিয় হয়েছে। তাই আমরা তাদের আমন্ত্রণ জানাইনি।’

বক্তব্য প্রদানকারী নেতারা

মানববন্ধনে আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

Share Now:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *