চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংলক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষুধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে দিলবার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, আব্দুস সুবহান এর প্রতিষ্ঠান মেসার্স সোহাগ মিষ্ঠান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য বিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করার অপরাধে নওশাদ বিশ্বাস এর ফার্মেসী মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দ্রুত সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া হাট বোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষুধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ মামুনুল হাসান।