ePaper

চাঁদপুরে অটোরিকশাচালককে হত্যা গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মতলব দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সাব্বির কাজী (১৯), আব্দুর রহমান সাইফ (১৯) ও হাসান প্রধান সোহাগ (২৪)। তাদের বাড়ি মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায়। নিহত শাওন সরকার মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের কৃষক ইকবাল সরকারের ছেলে। তার দুই সন্তানের মধ্যে শাওন সরকার বড়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রী সেজে তিনজন ব্যক্তি শাওন সরকারের অটোরিকশায় ওঠে। পরে নারায়ণপুর ইউনিয়নের চাঁপাতলী-বাদামতলী সড়কের বাগিচাপুর গ্রামের নির্জন এলাকায় গিয়ে চালক শাওন সরকারের (২১) মাথায় আঘাত করে অটোরিকশা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা রোকসানা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, রাতেই ঘটনার শিকার চালকের স্বজনরা পুলিশকে জানান। এ সময় ঘটনাস্থলের অদূর থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে, বৃহস্পতিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মূলত অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *