র্স্পোটস ডস্কে
শ্রীলঙ্কার পর আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ভরাডুবিতে প্রশ্ন উঠেছে দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। সমালোচকদের কাঠগড়ায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জাকের আলীকে ওয়ানডে দলে রাখার বিরোধিতা হয়েছে মিটিংয়ে। টপঅর্ডারের বিকল্প হিসেবে আলোচনায় আছেন সৌম্য সরকারও।জাতীয় দলের নির্বাচক প্যানেলে ওয়ানডে দলে পরিবর্তনের পক্ষে জোরালো মত ছিল বলে জানা গেছে। প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা বলে নেওয়া হবে বাকি সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের একটি দল ঘোষণা করা হতে পারে আজ। যেখানে ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অংকনকে দেখা যেতে পারে।
মাহিদুল ইসলাম অংকন লম্বা সময় ধরে তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন ‘এ’ দলের হয়ে টি২০ টুর্নামেন্ট খেলতে। সেখানে ভালো করতে না পারলেও স্কিল দেখাতে পেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে নেওয়া হতে পারে জাকের আলীর জায়গায়।আরব আমিরাত থেকে কাঁধের চোট নিয়ে দেশে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন ওয়ানডে দলে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে থাকা নিয়েও শঙ্কা আছে। বিসিবি সূত্রে জানা গেছে, এমআরআই রিপোর্টে চোট ধরা পড়েছে বাঁহাতি এ ব্যাটারের কাঁধে। বাঁ পাঁজরের টান নিয়ে দেশে ফেরা লিটন কুমার দাসেরও ওয়ানডে দলে ফেরা হচ্ছে না। আজ এমআরআই স্ক্যান করা হবে চোটের ক্ষত পর্যবেক্ষণ করতে। খেলার মতো সুস্থ হয়ে গেলেও টি২০ সিরিজে ফিরতে পারেন তিনি।
কোচিং স্টাফ রাজি থাকলে মিডল অর্ডারে ইয়াসির আলীকে নেওয়া হতে পারে। তিনিও ছিলেন ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে। নাঈম শেখ বোধ হয় আপাতত শেষ ম্যাচ খেলে ফেলেছেন আবুধাবিতে। বোলিং বিভাগেও পরিবর্তন করার আলোচনা তোলা হলে অধিনায়ক আপত্তি করেননি। কারণ, তাঁর সামনে জয় ছাড়া কোনো পথ খোলা নেই। এ কারণে সেরা ১৫ জনকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। তানভীর ইসলাম থাকায় বাঁহাতি স্পিনার নেওয়ার সুযোগ কম। বোলিং বৈচিত্র্য আনতে শেখ মেহেদীকে বিবেচনা করা হতে পারে।
