চট্টগ্রাম ব্যুরো
পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন অধিনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের মানবন্ধন ও স্বারক লিপি প্রদান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বিপিসি কার্য্যলয় সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিম উদ্দিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপির যুগ্ম- আহ্বায়ক এম এ আজিজ, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহার। উক্ত মানববন্ধনে সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি মো. জামাল উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল। মানববন্ধনে উপস্থিত ছিলেন পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু জাফর, এতে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবসার, বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি মো. হানিফ সওদাগর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাবুউদ্দিন, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হারুন কোম্পানী, চট্টগ্রাম জেলা ট্রাক এন্ড কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. ইয়াছিন, বন্দর শ্রমিক নেতা মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান গুলোতে দক্ষতার সহিত কাজ করছি। আমাদের ন্যায্য মুজুরী এবং ১৬ বছর যাবত নানা ভাবে আমরা নির্যাতিত ও পাঁচ দফা যুক্তিযুক্ত দাবীগুলো পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। পরে বিপিসির চেয়ারম্যান বরাবরে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারক লিপি প্রদান করেন।
