ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার আওতাধীন গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান ২০২৫ এর পরীক্ষা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গোয়ালেরচর উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। এ কেন্দ্রে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়, সভারচর উচ্চ বিদ্যালয়, কুমিরদহ উচ্চ বিদ্যালয়, মহলগিরী উচ্চ বিদ্যালয়, চর মহলগিরী উচ্চ বিদ্যালয়, গোয়ালেরচর ফারাজিপাড়া উচ্চ বিদ্যালয়, সভারচর মডেল উচ্চ বিদ্যালয় সহ ৭ টি বিদ্যালয়ের ৩০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। গতকাল প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩০৬ জন। এর মধ্যে ছাত্র ১৯২জন এবং ছাত্রী ১১৪ জন। গোয়ালেরচর উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার মো. মনোয়ার হোসেন, কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান বলেন, শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা পরিচালনার জন্য আমরা কয়েকটা টা কেন্দ্র পরিদর্শন করেছি। নকল মুক্ত পরিবেশ ও শান্তিপূর্নভাবে পরিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইন বিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন ১৪৪ দ্বারা ভঙ্গ করলে বিধি-মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।