ePaper

গাজীপুর আদালতে সালমান ও আনিসুল হক

সাইফুল্লাহ, গাজীপুর

গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে নেয়া হয়। গতকাল রোববার সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ আদালতে হাজির করা হয়েছিল। পরে আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে কারাগার থেকে তাদের পুলিশ প্রিজন ভ্যানযোগে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, সকালে তাদের কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের সকাল দশটায় বিচারকের কাছে হাজির করা হলে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শুন রেস্ট) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতের শুনানি শেষে আসামিদের ফের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *