ePaper

গাকৃবির সাথে গ্রামীণ ইউগ্লেনার চুক্তিপত্র স্বাক্ষরিত

সাইফুল্লাহ, গাজীপুর

বিভিন্ন ফসলের জাতের উন্নয়ন এবং তাদের বাণিজ্যিকীকরণ বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর সাথে গ্রামীণ ইউগ্লেনা’র একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। উচ্চফলনশীল ব্ল্যাক সয়াবিনের জাত উন্নয়নের জন্য গ্রামীণ ইউগ্লেনা এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সাথে যৌথ গবেষণার অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে। এ চুক্তির উদ্দেশ্য হলো কৃষি ক্ষেত্রে বিভিন্ন ফসলের বিশেষ করে সয়াবিন, তিলসহ তৈলবীজ জাতীয় ফসলের উন্নয়ন এবং সেই জাতগুলোর বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও যথাযথ উদ্যোগ গ্রহণ করা। সেই সাথে উল্লিখিত জাতসমূহের উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকরা যাতে অধিক লাভবান হতে পারেন সেসব বিষয়ে দৃষ্টিপাত করা হয়। তৈলবীজ জাতীয় জাতসমূহের গবেষণাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ ইউগ্লেনা অর্থায়ন করবে এবং কারিগরি সহায়তা প্রদান করবে গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগ। এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ইউগ্লেনা জিজি লিমিটেডের কো-সিইও শিওরি অনিশি (এমএস)। পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক এবং রেজিস্ট্রার। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের পিআই ও কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম.এ মান্নান গাকৃবির শিক্ষকবৃন্দ কর্তৃক উদ্ভাবিত ফসলের জাতসমূহের নানাবিধ বৈশিষ্ট্য ও দেশের অর্থনীতিতে তাদের ইতিবাচক প্রভাব বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। গবেষণায় বিভিন্ন ফসলের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের সাফল্য নিয়ে বিশ্লেষণাত্মক চিত্রও তুলে ধরেন ড. মান্নান। পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আজকের এই মাইলফলক আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিবে। গ্রামীণ ইউগ্লেনা আমাদের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করতে আসায় আমরা তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই। উপাচার্য আরো বলেন, গ্রামীণ ইউগ্লেনার সঙ্গে আমাদের সহযোগিতা, বিশেষ করে মানুষের পুষ্টির উন্নয়ন এবং কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন এ অঞ্চলে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এ চুক্তি আমাদের কৃষিকাজের ধারা পরিবর্তনে সহায়ক হবে এবং দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে এক নতুন যুগের সূচনা করবে। অন্যদিকে শিওরি অনিশি বলেন, গ্রামীণ ইউগ্লেনার প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের লক্ষ্য ছিল কৃষি খাতে নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে আসা যা এ দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। এ লক্ষ্য পূরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী গবেষণানির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইউগ্লেনা জিজি লিমিটেড (গ্রামীণ ইউগ্লেনা) হলো ইউগ্লেনা কো. লিমিটেড, জাপান এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান যা বাংলাদেশের পুষ্টির ঘাটতি মোকাবেলা করার লক্ষ্যে কাজ করছে। এ উদ্যোগটি পুষ্টিকর মাইক্রোঅ্যালগি ইউগ্লেনা ব্যবহার করে খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *