গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার চকদাতেয়া বাজার সন্যাসদহ প্রাইমারি সড়কে ২৫০০ মিঃ চেইনেজে ৪৫.০০ মি. দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ চলমান রয়েছে। আরসিসি গার্ডার ব্রিজে সিডিউল “বহির্ভূত”মরিচাযুক্ত রডে নিম্নমানের সিমেন্ট, পাথর ও দেশীয় বালু দিয়ে ব্রীজ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। গত ১০/৭/২০২৫ ইং সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া বাজার সন্যাসদহ ব্রীজের কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদার তারিফ চৌধুরী জানান, আমার নামে লাইসেন্স কিন্তু কাজ করছেন ঠিকাদার সানা মোল্লা। সিডিউল ও ষ্টিমেট বর্হিভুত ভাবে নতুন রডের পরিবর্তে পুরাতন জারি/মরিচা ধরা রড, রাবিশযুক্ত ও মাটি মিশ্রিত পাথরে নিম্নমানের সিমেন্টে স্থানীয় বালুর সাহায্যে উক্ত ব্রিজ নির্মাণকাজ করছে বলে অভিযোগ উঠেছে। কাজ ফাঁকি দিতে এবং তথ্য উপাত্ত গোপন করতে লাগানো /টাঙ্গানো হয়নি প্রকল্প সাইনবোর্ড। স্থানীয়রা জানান, “আমরা লক্ষ্য করেছি, ব্রিজ নির্মাণকাজে পুরাতন রড ব্যবহার করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, সরকারি সিডিউল ও স্টিমেড অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হোক।” প্রকল্পের ঠিকাদারের ম্যানেজারের সাথে স্বাক্ষাতে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নয়ন রায়কে ফোন দিলে তিনি রিসিভ করেননি। স্থানীয় বাসিন্দারা জানান, এলজিইডির এই গুরুত্বপূর্ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ব্রিজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত ব্রীজটির নির্মাণকাজ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী,, রংপুর বিভাগীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।