গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর খেলা শুরু হতে যাচ্ছে। গত রোববার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে গোবিন্দগঞ্জ উপজেলা দল অংশগ্রহণ করছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। এতে জেলার ৮ টি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে – ক গ্রুপ. গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধা পৌরসভা, ফুলছড়ি উপজেলা ও সাদুল্ল্যাপুর উপজেলা এবং খ গ্রুপ. সুন্দরগঞ্জ উপজেলা, পলাশবাড়ী উপজেলা, সাঘাটা উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা। টুর্নামেন্টের গতকাল প্রথম দিনের ১ম খেলা সকাল ৯টায় গাইবান্ধা সদর বনাম ফুলছড়ি উপজেলা এবং ২য় খেলা দুপুর ২টায় পলাশবাড়ী উপজেলা বনাম সুন্দরগঞ্জ, দ্বিতীয় দিনের (২৭ ডিসেম্বর) ৩য় খেলা সকাল ৯টায় গাইবান্ধা পৌরসভা বনাম সাদুল্ল্যাপুর এবং ৪র্থ খেলা দুপুর ২টায় সাঘাটা বনাম গোবিন্দগঞ্জ, তৃতীয় দিনের (২৮ ডিসেম্বর) ৫ম খেলা সকাল ৯টায় গাইবান্ধা সদর বনাম সাদুল্ল্যাপুর এবং ৬ষ্ঠ খেলা দুপুর ২টায় পলাশবাড়ী বনাম গোবিন্দগঞ্জ, চতুর্থ দিনের (২৯ ডিসেম্বর) ৭ম খেলা সকাল ৯টায় গাইবান্ধা পৌরসভা বনাম ফুলছড়ি এবং ৮ম খেলা দুপুর ২টায় সাঘাটা বনাম সুন্দরগঞ্জ, পঞ্চম দিনের (৩০ ডিসেম্বর) ৯ম খেলা সকাল ৯টায় গাইবান্ধা সদর বনাম গাইবান্ধা পৌরসভা এবং ১০ম খেলা দুপুর ২টায় পলাশবাড়ী বনাম সাঘাটা, যষ্ঠ দিনের (৩১ ডিসেম্বর) ১১তম খেলা সকাল ৯টায় ফুলছড়ি বনাম সাদুল্ল্যাপুর এবং ১২তম খেলা দুপুর ২টায় সুন্দরগঞ্জ বনাম গোবিন্দগঞ্জ উপজেলা দল মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল (পয়েন্ট তালিকার শীর্ষে) সেমি ফাইনাল খেলবে।