ePaper

কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোরের কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটিকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবীতে সাধারণ শিক্ষকদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর পৌর শহরে পৌরসভা সড়কের পাশে একটি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষকগণের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁকাবর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী। লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন কেশবপুরে গঠনতন্ত্র পরিপন্থী নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতিতে শাহীন হোসেনকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই কমিটি গঠন অবৈধ, ভোট বিহীন ও প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র পরিপন্থী। গত ১৩/১০/২০২৪ খ্রি. তারিখে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সমিতির মেয়াদ শেষ হয়, তারপর গত ২৯/০৬/২০২৫ খ্রি. তারিখে সমিতির গঠনতন্ত্র না মেনে একটি অবৈধ কমিটি করা হয়েছে। গঠনতন্ত্র অনুসারে সাধারণ সম্পাদক হওয়ার যে নিয়ম তা মানা হয়নি। ওই কমিটিতে বেশিরভাগ আওয়ামীলীগের অনুসারী শিক্ষকদের পূর্ণঃবাসন করে এই কমিটি গঠিত হয়েছে। সমিতির গঠনতন্ত্রে ৪৩ জন সদস্য বিশিষ্ট উল্লেখ থাকলেও ৫৩ জন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। শিক্ষকগণ আরও বলেন, এই অবৈধ কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে, মোবাইলের মাধ্যমে সাধারণ সহকারী শিক্ষদের হুমকি ভয়ভীতি দেখাচ্ছেন। শিক্ষকরা বলেন, নবগঠিত কমিটির সভাপতি মুখের ভাষা অত্যন্ত খারাপ। সমিতির সদস্যরা পৌর শহরে এসে তাদের মোটরসাইকেল সহ গুরুত্বপূর্ণ মূল্যবাণ মালামালের নিরাপত্তার জন্য সমিতির ঘরে রেখে তাদের প্রয়োজনী কাজ করে থাকেন। কিন্তু বর্তমান সভাপতি বিভিন্ন সময়ে সমিতির ঘরে তালা ও বাথরুম বন্ধ করে রাখেন। আরও বলেন এই অবৈধ কমিটির ১৬ জন সদস্য, আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে ভোটে অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ছিলেন। তাই সাধারণ শিক্ষকদের দাবী এই অবৈধ কমিটি বাতিল করে, গঠনতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে নতুন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, হজরত আলী, আব্দুস সাত্তার, আবুল কাশেম, আমির হোসেন, সিরাজুল ইসলাম, খালিদ হাসান দীপু, আব্দুল্লাহ কাজল, কবির হোসেন সহ প্রায় শতাধিক শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *