ePaper

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

আল আমিন,কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, শফিকুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বামনপাড়া গ্রামের ওহেদ শেখের ছেলে। গত ৯ আগস্ট এক হাজার পিস ইয়াবাসহ তাঁকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শফিকুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মারা গেছেন। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় দ্রুত হাসপাতালে আনা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, শফিকুল ইসলাম একজন মাদকাসক্ত ছিলেন। কারাগারে থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হলেও হঠাৎ অবস্থার অবনতি ঘটে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *