ePaper

কমলগঞ্জে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মো. জাকির হোসেন, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)। তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটরসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে পিতার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তা পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে। পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিকশার অংশসহ চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতার আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *