মোঃ দেলোয়ার হোসেন
(মঙ্গলবার): বিকেল ৪ ঘটিকায় কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারি পদে পদোন্নতিপ্রাপ্ত) আপেল মাহমুদের নেতৃত্বে সকল অফিসার ফোর্সসহ সুগন্ধা মেইন রোড দিয়ে সুগন্ধা পয়েন্ট পার হয়ে কলাতলী প্রদক্ষিণ করে এসে সুগন্ধায় বীচে প্রবেশ করে। এসময় অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারি পদে পদোন্নতিপ্রাপ্ত) আপেল মাহমুদ সাংবাদিকদের মাঝে বিশেষ প্রেস ব্রিফিং প্রদান করেন। প্রেস ব্রিফিং প্রদানকালে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা এবং কক্সবাজার-কে মাদক ও সন্ত্রাসমুক্ত কড়াই তার প্রথম লক্ষ্য উদ্দেশ্য।