মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ধানের শীষকে ফিরিয়ে আনা এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। গতকাল শনিবার সকালে গিলন্ড মুন্নু ক্যাফে রেস্তারাঁ মিলনায়াতনে মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন সেইসব পরিক্ষিত নেতা কর্মীদের কমিটিতে রাখতে হবে। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটিতেও ত্যাগী নেতা-কর্মীদের রাখতে হবে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবীরের সঞ্চালনায় বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন অ্যাড. আজাদ হোসেন খান, অ্যাড. এ এফ এম নূরতাজ আলম বাহার, অ্যাড. আ. ত. ম জহির আলম খান লোদী, অ্যাড. আতাউর রহমান ভূইয়া ফরিদ, গোলাম কিবরিয়া সাঈদ, সত্যেন কান্ত পন্ডিত ভজন, অ্যাড. মোকসেদুর রহমান, গোলাম আবেদীন কায়সার, আব্দুস সালাম বাদলসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে ধানের শীষকে ফিরিয়ে আনা: আফরোজা খানম রিতা
