ePaper

আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

মো. সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও শিক্ষক মহোদয়ের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন তিনি তার বক্তব্যে আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাকে কামিল মাদ্রাসায় রুপান্তরিত করার জন্য অনুরোধ করেন। উক্ত প্রতিষ্ঠানের প্রভাষক মাওলানা রেজাউল করিম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, মধুখালী ডায়াবেটিক সমিতির পরিচালক ও সমাজসেবক মৃধা বদিউজ্জামান বাবলু, আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের কৃতি সন্তান ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসাপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মৃধা শাহীনুজ্জামান, অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাওলানা আ. মান্নান, সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান মিয়া, সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার, প্রভাষক মো. রিপনুজ্জামান, প্রভাষক সিরাজ শেখ, ইবি প্রধান আলি আকবর, সিনিয়র শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামান পান্না, বদরুল ইসলাম, শিক্ষক হোসেনে আরা, সুলতান ইসমাইল, রিক্তা পারভীন, সাকিবুল ইসলাম, ইমাম হাফিজুর রহমান, মোস্তফা আহাদ, তহমিনা বেগম, সমাজসেবক জাকির হোসেন মন্ডল, সাবেক অভিভাবক কমিটির ইমাম আশরাফুজ্জামান কারী ইসরাঈল হুসাইন প্রমুখ। সভাপতি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম তার বক্তব্য শিক্ষকদের উদ্দেশ্য বলেন মাদ্রাসার মান উন্নয়নে আপনাদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং সকল বক্তার বক্তব্য শুনে সভাপতি  প্রতিষ্ঠানের সকল সমস্যার সমাধান পর্যায়ক্রমে ব্যবস্থা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন এবং উপস্থিত অধ্যক্ষ ও শিক্ষক গনের প্রতি আরো আন্তরিক ভাবে পাঠদানের জন্য আহ্বান করেন। উক্ত অনুষ্ঠানে আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ, উপধ্যাক্ষ ও শিক্ষক মহোদয়, কর্মচারীগন এবং সমাজসেবক মৃধা আ. রাজ্জাক, সাজ্জাদ হোসেন সুমন, আকরাম মুন্সী সহ স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *