ePaper

অর্নবের স্বপ্ন ডাক্তার হওয়া

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: সদ্য প্রকাশিত এসএসসি’র ফলাফলে নোয়াখালীর সেনবাগ বীজবাগ নবকৃঞ্চ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র শহীদুল ইসলাম অর্নব ১১৩১ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। দরিদ্র পরিবারের সন্তান অর্নবের স্বপ্ন ভবিষ্যতে সে ডাক্তার হবে। অর্নব সেনবাগ উপজেলা ৮নং বীজবাগ ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দী গ্রামের ৯নং ওয়ার্ডের করিম মাষ্টার বাড়ির দরিদ্র পল্লী চিকিৎসক মো. সিরাজ উল্লাহ ও গৃহিনী মর্জিনা বেগমের ছেলে। সে পিতা-মাতা ও শিক্ষকদের অক্রান্ত পরিশ্রমের কারনে এই ফলাফল অর্জন করায় সকলের নিকট কৃতজ্ঞা প্রকাশ করেছেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। অর্নবের দুই ভাই বোনের মধ্যে ছোট সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *