ePaper

‘অবসরের’ পরও ধারাল ওয়ার্নারের ব্যাট, নাম লেখালেন দুটি এলিট রেকর্ডে

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কার্যত পেশাদার ক্যারিয়ারের শেষপ্রান্তে আছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। দেশটির চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে তার ব্যাটে রীতিমতো আগুন ঝরছে। ৮ ম্যাচে ৮৬.৬০ গড় এবং ১৫৪.০৯ স্ট্রাইকরেটে তিনি এই মুহূর্তে লিগটির সর্বোচ্চ রানসংগ্রাহক। অথচ আর কেউই চারশ’র ধারেকাছে নেই। এরই মাঝে ওয়ার্নার একটি এলিট রেকর্ড গড়েছেন। গতকাল (শুক্রবার) সিডনি থান্ডারের এই ওপেনার বিগ ব্যাশের চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। সিডনি ডার্বিতে সিক্সার্সের বিপক্ষে ৬৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১০ রান করেন ওয়ার্নার। এ ছাড়া সিডনি থান্ডারের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে ১৯০ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও হারতে হয়েছে সিডনি সিক্সার্সের কাছে। থান্ডারের বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে সিক্সার্সের স্টিভেন স্মিথ সেঞ্চুরি ও বাবর আজম ৪৭ রান করে জয়ের পথ সুগম করেন। মাঝে তারা কয়েকটি উইকেট দ্রুত হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি। ১৬ বল ৫ উইকেট হাতে রেখেই জিতেছে সিডনি সিক্সার্স। এর মধ্য দিয়ে থান্ডার পয়েন্ট টেবিলের তলানি (৮) এবং স্মিথ-বাবরের সিক্সার্স চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ডেভিড ওয়ার্নার। সিক্সার্সের বিপক্ষে করা তার তিন অঙ্কের ম্যাজিক ফিগার টি–টোয়েন্টিতে দশম। এখন পর্যন্ত সবমিলিয়ে মাত্র তিনজন ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটে ন্যূনতম ১০টি সেঞ্চুরি করেছেন। এলিট এই লিস্টে নেতৃত্ব দিচ্ছেন ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল। সাবেক এই ক্যারিবীয় তারকা টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করেছেন। যেখানে গেইলের ধারেকাছে নেই আর কেউই। সর্বোচ্চ সেঞ্চুরি করাদের তালিকায় দুইয়ে আছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে তার সেঞ্চুরি ১১টি। এরপরের নামটি নতুন করে লেখালেন ওয়ার্নার। ৪৩২ টি-টোয়েন্টিতে তিনি ১০টি সেঞ্চুরি ও ১১৫টি হাফসেঞ্চুরি করেছেন। আর ক্রিস গেইল ৪৬৩ ম্যাচে ২২ সেঞ্চুরি এবং ৮৮ হাফসেঞ্চুরি, বাবর ৩৩৭ ম্যাচে করেছেন ১১ সেঞ্চুরি ও ৯৭ হাফসেঞ্চুর। এ ছাড়া সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এরপর আছেন করছেন– রাইলি রুশো ও বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে উভয়ের সেঞ্চুরি ৯টি করে। ৮টি সেঞ্চুরি রয়েছে ৭ ব্যাটারের। এদিকে, একই ম্যাচে আরেকটি এলিট লিস্টে নাম লিখিয়েছেন ওয়ার্নার। তিনি বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪ হাজার রান করেছেন। এখন পর্যন্ত ৩৯ বছর বয়সী এই ব্যাটারের রান ১৪০২৮। এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন যথাক্রমে– ক্রিস গেইল (১৪৫৬২), কাইরন পোলার্ড (১৪৪৬২), অ্যালেক্স হেলস (১৪৪৪৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *