ePaper

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’  আজ

নিজস্ব প্রতিবেদক

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ আজ   অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ‘ড্র’ হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লাখ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার দুটি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।  আগামী রোববার (৩ আগস্ট) জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *