ePaper

হাসিনার দোসর ডাকাতদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

মধুখালী প্রতিনিধি

আওয়ামী খুনি হাসিনার দোসর, ফ্যাসিস্ট, জুলাই ২৪ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন, সহ উপজেলার আলোচিত সিদ্দিক হত্যা মামলার আসামি গংদের নারকীয় ডাকাতি কর্মকান্ডের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালীর বাগাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার ইফতারের আগ মুহূর্তে বাগাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিলন শেক এর প্রতিষ্ঠানে ডাকাতি করে ১৫ লক্ষ টাকা সহ তিনজনকে জখম করে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার মানববন্ধনে সাংবাদিকদের জানান উপজেলার কোরকদী ইউনিয়নের দুর্ধষ্য আওয়ামী ফ্যাসিস্ট জুলাই বিপ্লবের হাসিনার দোসর খুনি ও সন্ত্রাসী হাফিজুল ইমদাদুল, মামুন, শিমুল, ফুরাদ গং প্রথম রোজার ইফতারির আগ মুহূর্তে আতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিলন শেখের প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা করে,, এ সময় এলোপাথারি ভাবে রড, হাতুড়ি দিয়ে মিলন সেককে জখম করেন, মিলন শেখের মামা মোতালেব শেখ বাধা দিলে তাকেও মেরে মাথা ফাটিয়ে দেয় এবং হাতুড়ি দিয়ে ওই প্রতিষ্ঠানে উপস্থিত ইকরাম শেখ নামে এক শ্রমিককেও মেরে আহত করে। বিষয়টি নিয়ে সোমবার সকাল ১১ টায় বাগাট বাজার ব্যবসায়ীরা কুখ্যাত ডাকাতদের গ্রেফতার ও ডাকাতির ১৫ লক্ষ টাকা উদ্ধারের জন্য মানববন্ধন করেন। মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগীর মামা নওপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু, সরকারী আইনউদ্দিন কলেজের সাবেক ছাত্রদলের ভি পি কনক হাসান মাসুদ, বাগাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান ঝন্টু সহ-সভাপতি আতিয়ার রহমান, আকবর শেখ উপজেলা বিএনপি সদস্য মোশাররফ হোসেন, আবির হোসেন আবু, জাকির হোসেন ফকির ব্যবসায়ীদের পক্ষ থেকে দীপঙ্কর দেবনাথ, কিশোর ভট্টাচার্য বক্তব্য দেন, মানববন্ধনে বাগাট বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন মিজানুর রহমান সরদার, এ সময় ছাত্রদল নেতা কাজল আহমেদ, রানা বিশ্বাস জোরালো বক্তব্য রাখেন, মানববন্ধন থেকে প্রশাসনের কাছে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিয়ে অতি দ্রুত খুনি হাসিনার দোসর সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য অনুরোধ করেন। আহত মিলনের মা রূপসী বেগম তিনি তার বক্তব্যে এই আল্টিমেটাম দেন। অন্যদিকে মধুখালী থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন দ্রুত ভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *