ePaper

হায়দরাবাদের দুশ্চিন্তার নাম ‘১৭তম ওভার’

স্পোর্টস ডেস্ক

২০২৪ সাল যেখানে থেমেছিল, সেটাকে ২০২৫ সালে ধরে রাখতে যেন পুরোপুরি ব্যর্থ আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরে ব্যাটে-বলে প্রতিপক্ষকে দুমড়ে দেয়া সেউ হায়দরাবাদের এবারে যেন দেখা পাওয়াই দুষ্কর। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটির ওপর ছিল ভরসা। সেটা পুরোপুরি হতাশ করেছে এবারের আসরে।

নতুন যুক্ত হওয়া ইশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেলরাও এখন পর্যন্ত হায়দরাবাদের ভাগ্য ফেরাতে ব্যর্থ। ৫ ম্যাচের মধ্যে হেরেছে ৪ ম্যাচেই। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে তারা আছে পয়েন্ট টেবিলে সবার নিচে। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতেও রাজি না সানরাইজার্স হায়দরাবাদ। যদিও নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি এদিন ভাগ্যটাকেও কিছুটা পাশে চাইবে হায়দরাবাদ। চলতি আসরে ১৭তম ওভারের দুর্ভাগ্যের চক্রে পড়েছে দলটা। ৪ হারের প্রতিটা ম্যাচেই প্যাট কামিন্সরা হেরেছে ১৭তম ওভারে গিয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ১৫৩ রানের টার্গেট দিয়েছিল হায়দরাবাদের ব্যাটিং ইউনিট। ১৬ দশমিক ৪ ওভারে সেটিকে টপকে যায় শুভমান গিলের দল।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও একই চিত্র। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে কলকাতা ২০ ওভারে তুলেছিল ২০০ রান। জবাবে ১২০ রানে যখন হায়দরাবাদ অলআউট হয় তখন তারা খেলেছে ঠিক ঠিক ১৬ দশমিক ৪ ওভার। হায়দরাবাদের এবারের আসরে সবচেয়ে ভঙ্গুর দশা দেখা গিয়েছিল গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষেই।

উড়তে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মোটে ১৬৩ রান স্কোরবোর্ডে তুলেছিল হায়দরাবাদ। দিল্লির মারকুটে ব্যাটিং সেটা টপকে যায় একেবারে ১৭তম ওভারের ঠিক আগের বলে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে অবশ্য একেবারেই মন্দ করেনি হায়দরাবাদ। ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করেছিল ১৯০ রান। কিন্তু মিচেল মার্শের ৩১ বলে ৫২ আর নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রান হায়দরাবাদকে জিততে দেয়নি। কাকতালীয়ভাবে সেই ম্যাচও শেষ হয় ১৭তম ওভারে। ১৬ দশমিক ১ ওভারে ম্যাচ জিতে নেয় লখনৌ। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা হায়দরাবাদের সামনে তাই চ্যালেঞ্জটা কেবল নিজেদের শোধরানো না। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে কিছুটা ভাগ্যের সঙ্গেও লড়তে হবে তাদের। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান কিংবা হেইনরিখ ক্লাসেনদের ফর্মে ফেরার পাশাপাশি ভাগ্যটাকেও পাশে পাওয়ার জন্য প্রার্থনা থাকবে হায়দরাবাদ সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *