ePaper

হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নের ফয়জুল্লাহ সারাং সড়কটি বেহাল দশা

সুমন পল্লব, (চট্টগ্রাম) হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফয়জুল্লাহ সারাং সড়ক খালের ভাঙনে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে সড়কের দুই তৃতীয়াংশ বোয়ালিয়া খালে বিলীন হয়ে গেছে। বিগত কয়েক বছরের অতি বন্যা ও খালের স্রোতে সড়কের এমন দশা বলে জানা গেছে। ৩০-৩৫ পরিবারের প্রায় হাজারখানেক মানুষের চলাচল এই সড়কে। প্রতিনিয়ত স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ঐ এলাকার জনগণের একমাত্র এই সড়ক খালে বিলীন হওয়ার শঙ্কায় দিন যাপন করছেন এলাকাবাসী। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, সড়কের বেশিরভাগ অংশই খালে বিলীন হয়ে গেছে। যার ফলে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই এলাকার মানুষ। এছাড়াও বেশ কয়েকবার পরিদর্শন করেও কোন ব্যবস্থা নেননি কতৃপক্ষ। গেল বছর বন্যায় সড়কের বেশিরভাগ অংশই খালে বিলীন হয়ে যায়। ফলে, অন্যের জমির উপর দিয়ে হাঁটতে হচ্ছে ঐ জনপদের মানুষের। এলাকাবাসী জানান, বেশ কয়েকবার পরিদর্শন করেও কেউ কোন ব্যবস্থা নেননি। ফলে এই বর্ষায় ভাঙ্গন হলে সড়ক আর থাকবে না। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি যেন দ্রুত ব্যবস্থা নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *