হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে/বিশ জনের অধিক আহত

সুমন পল্লব, হাটহাজারী

হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত বিশ জন যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চবি ২নং গেইটের পরে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে চট্টগ্রামের অক্সিজেন বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজালাল নামক বাসটি (চট্টমেট্টো জ-০৫০০৯৬) উল্লেখিত এগারো মাইলস্থ স্থানটি অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের অন্তত বিশ জন যাত্রী আহত হয়। পরে আশে পাশের লোকজন ও পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিযে দেন। এদের মধ্যে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬) এবং অজ্ঞাত এক যাত্রীসহ মোট পাঁচজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ দুর্ঘটনায় আহত অন্যান্য হলেন, ওসমান গনি (৫০), সাইমুন (২২), সাব্বির (১১), ইউছুপ (৪৮), নিলু বালা (৮০), রতন কুমার চৌধুরী (৫৮), প্রকাশ মল্লিক (৬৩), সাহেদ (২১)সহ অজ্ঞাত আরো কযেকজনকে নিকটতম প্রাইভেট হাসপাতাল ও ফার্মাসিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুমা আকতার জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কযেকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ এ প্রতিবেদক কে জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কি কারনে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানানো সম্ভব হবে। আর দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *