ePaper

হলে গিয়ে দেখেছি দর্শকরা কাঁদছেন : দীঘি

বিনোদন ডেস্ক

শিশুশিল্পী হয়ে সিনেপর্দায় এসেছিলেন; এখন ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা! বলছি প্রার্থনা ফারদিন দিঘীর কথা। দিন যত যাচ্ছে, ঝুলিতে সিনেমার সংখ্যাও বাড়ছে তার। বেশ কয়েক বছর ধরে নায়িকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

গেল ঈদে মুক্তি পায় এম রহিম পরিচালিত সিনেমা ‘জংলি’।  এতে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন দীঘি; আর সে থেকেই এখন আলোচনায় এই নায়িকা।

পেক্ষাগৃহের পর্দায় অন্যান্য নায়িকাদের পাশাপাশি অনেকটা দাপুটে অবস্থানেই রয়েছেন দীঘি। দর্শকরাও বেশ ভালোভাবেই নিচ্ছেন তাকে। তাদের এমন ইতিবাচক প্রতিক্রিয়াকে নিজের বড় প্রাপ্তি মনে করেন নায়িকা; প্রকাশ করেন কৃতজ্ঞতাও।

 ‘জংলি’ চলাকালে প্রেক্ষাগৃহে ছোটাছুটি করেন দীঘি। সেখান থেকে পাওয়া দর্শকদের প্রতিক্রিয়ায় আপ্লুত অভিনেত্রী। এক গণমাধ্যমে সেসবই উল্লেখ করে নায়িকা বলেন, ‘অনেক বছর পর ঈদে জংলি এসেছে। সিনেমা দেখার পর দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই আমার কাছে বড় প্রাপ্তি। দর্শক আমাকে মনে রেখেছেন, তারা আমার চরিত্রটিকে ভালোবেসেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’

দীঘি আরও বলেন, ‘হল পরিদর্শনের সময় দেখেছি, কেউ কাঁদছেন, কেউ কাহিনির সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। এটা দেখে বোঝা যায়, আমরা যে গল্পটা বানিয়েছি, সেটা দর্শকের হৃদয় ছুঁয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *