বাবুল মিয়া, সুনামগঞ্জ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তর করার দাবিতে মানব বন্ধন করেছে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন। গতকাল বুধবার বেলা ২ টার সময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সংলগ্ন জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এডভোকেট রবিউল লেইস রোকেস এর সভাপতিত্বে। বক্তব্য রাখেন সুনামগঞ্জ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা: সৈয়দ মনোয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর রায়, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মাসুক আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মেহেদী হাসান শাকিব, এডভোকেট সেরেনুর আলী, অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, এডভোকেট রুহুল তুহিন প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলা সদরে হওয়ার কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম, এ মান্নান তার নিজ গ্রামে একটি ইউনিয়নে সুনামগঞ্জবাসীর বহুল আখাঙ্খিত সুবিপ্রবি স্থাপনের ষড়যন্ত্র শুরু করেন। এক পর্যায়ে ভূমি অধিগ্রহণের জন্য নিজ এলাকাকেই বেছে নেন তিনি। সুনামগঞ্জের মানুষের একটাই দাবি সুবিপ্রবিটি যেনো সুনামগঞ্জ সদরের যেকোন একটি সরকারী জায়গায় স্থাপন করা হয়। সরকারি জায়গায় সুবিপ্রবি স্থাপন করা হলে সরকার শত কোটি টাকা অধিগ্রহণের নামে লুটপাট থেকে রেহাই পাবে। অন্যদিকে আর্থিক ভাবেও লাভবান হবে সরকার। বক্তারা আরও বলেন, সুনামগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্তকারী সিন্ডিকেট মেডিকেল কলেজ সহ মেগাপ্রকল্পগুলো পরিকল্পিত ভাবে মন্ত্রীর বাড়ির আশেপাশে করে সুনামগঞ্জকে উন্নয়ন বঞ্চিত করেছেন। যদি অনতিবিলম্বে সুবিপ্রবি এর ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তর করা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুসিয়ারি উচ্চারণ করা হয়।