ePaper

সুনামগঞ্জে শেষ হলো টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন

বাবুল মিয়া, সুনামগঞ্জ

সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম গতকাল সোমবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দিনের কার্যক্রম সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়, যেখানে প্রথম দিন উত্তীর্ণ ৬০৩ জনের মধ্যে ৫৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, লং-জাম্প, হাই-জাম্প এবং পুশ আপ পরীক্ষায় অংশ নিতে হয়। নিয়োগ পরীক্ষার কার্যক্রমের নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি তোফায়েল আহাম্মেদ। তার দিকনির্দেশনায় সারাদিনের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস ও ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, সুনামগঞ্জ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্, সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ) প্রবাস কুমার সিংহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট) মো. শাহ আলম, স্বাস্থ্য বিভাগ থেকে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের মনোনীত মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ও ডা. শতাব্দী ভট্টাচার্য্য। আজকের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৩৫ জন; এর মধ্যে পুরুষ প্রার্থী ৪৯৮ জন এবং নারী প্রার্থী ৩৭ জন। পরীক্ষা শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামী কালের পরীক্ষার কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মাঠপর্যায়ের পরবর্তী ধাপের পরীক্ষা আজ সকাল ৮টায় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *