রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে রুমা খাতুন (২১) নামের নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহাগ সেখকে (২৮) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সোহাগ সেখ ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে। কায়েমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ বলেন, ভোরে জানতে পারি একটা মেয়েকে তার স্বামী চর থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ছুরির আঘাত। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘাতক স্বামীকে আটক করেছে। স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন কলহ চলছিল। মাঝে মধ্যেই তারা ঝগড়াঝাঁটি করতেন। এসব বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারণা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এই বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।