সিরাজগঞ্জ প্রতিনিধি
আটটি দেশীয় ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হওয়া অস্ত্র ব্যবসায়ী গোপাল চন্দ্র সূত্রধরকে (৩৭) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ দন্ড দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হাদীউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ অক্টোবর জেলা সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র কেনাবেচা হওয়ার সংবাদে সেখানে অভিযান চালায় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গোপাল চন্দ্রকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আটটি ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে দুজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারক। অপর আসামি রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন বিচারক।