ePaper

সিডনি টেস্টের দল দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ শেষ করতে চায় মাথা উঁচু করে। সিডনিতে শেষ ম্যাচ খেলবে তারা। এই টেস্টের জন্য সফরকারীরা ১২ জনের দল ঘোষণা করেছে।  এর আগে পার্থ টেস্টের জন্য ১২ জনের দল দিয়েছিল ইংল্যান্ড। বাকি তিন ম্যাচে বেন স্টোকস ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই দল দিয়েছেন। কিন্তু এবার বেশ সতর্ক। সিডনির পিচ দেখে শনিবার একাদশ ঘোষণা করবেন তিনি।

পুরো সফরে দর্শক হয়ে থাকা ম্যাথু পটস প্রথমবার অ্যাশেজে খেলার অপেক্ষায়। এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার শোয়েব বশিরকে। চতুর্থ টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন গাস অ্যাটকিনসন। তার বদলে ১১তম টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন পটস। মার্ক উড ও জোফরা আর্চার ছিটকে যাওয়ায় সিডনিতে ইংল্যান্ডের বোলিং আক্রমণে অন্য সিমার ম্যাথু ফিশার। ২০২২ সালে স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম যোগ দেওয়ার পর পটস তার ক্যারিয়ারের সব ম্যাচ খেলেছেন। প্রথম পাঁচ টেস্টে ২৮ গড়ে নিয়েছেন ২০ উইকেট। পরের তিন বছরে আরও পাঁচ টেস্ট খেলেছেন এই বোলার। তার শেষ টেস্ট ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *