ePaper

সিএমপি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম

গতকাল নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে সিএমপি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ফিলিস্তিন মুসলমান সহ পুরো বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মো. হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মাহমুদা বেগমসহ সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. শরীফ হোসেন ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *