শেখ হাসান গফুর, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবীতে বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়। উক্ত জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপি আহ্বায়ক রহমতউল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রয় নির্বাহী কমিটির ভাইস চেযয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন,কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী,সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, সাবেক মেয়র আক্তারুল ইসলাম। আরোও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের এড কামরুজ্জামান ভুট্টো, শেখ শরিফুজ্জামান সজিব,কৃষক দলের সালাউদ্দিন লিটন,শ্রমিক দলের আব্দুস সামাদ,সোহেল আহমেদ মানিক,এ্যাড. আরিফ হোসেন,তাঁতী দলের হাসান শাহরিয়ার রিপন,মহিলা দলের ফরিদা আখতার বিউটি, জিয়া পরিষদের অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা যুবদলের দলের সাবেক সাধাঃ সম্পাদক এইচ আর মুকুল, পিপি এড আব্দুস সাত্তার, জিপি এড অসীম কুমার মন্ডল প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সাতক্ষীরায় বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, পৌর , জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থানে প্রবেশ করেন।সমাবেশের পূর্বেই নেতাকর্মীরের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। মুহুর মুহুর স্লোগান আর নেতাকর্মীদের উচ্ছাসে মুখরিত হয়ে ওঠে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সহ পার্শ্ববর্তী এলাকায়।দীর্ঘদিন পরে এমন অনুষ্ঠান হাজির হতে পেরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা বিরাজমান ছিল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসোররা দেশকে বিশৃঙ্খলা করার জন্য এখনো ষড় যন্ত্র করছে। তিনি আরোও বলেন, সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে যে সকল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় নির্যাতন করা হয়েছে। প্রতিটা হত্যা নির্যাতনের আইনগতভাবে বিচার করা হবে। আগামী নির্বাচনে ভোটের মধ্যে দিয়ে সাতক্ষীরার মাটি বিএনপির ঘাঁটি এই জনসমুদ্র এই প্রমাণ করে সাতক্ষীরা ৪ আসনে বিএনপি বিজয় লাভ করবে, তিনি আরও বলেন কোন ষড়যন্ত্রই কাজে আসবে না তাই সময় কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে আহব্বান জানান।
Related News
কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা
- Sahin Alom
- December 30, 2024
- 0
নিজস্ব প্রতিবেদকভোলায় সরিষার ফুলে ভরে গেছে চারপাশের মাঠ। অথচ মনপুরায় কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হচ্ছে এখনো। সময়মতো সরিষার বীজ […]

নবীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Sahin Alom
- March 17, 2025
- 0
হেলাল উদ্দিন,(ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির অনুপ্রেরণায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রেবিবার নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ […]

জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করবে : মেয়র শাহাদাত
- Sahin Alom
- December 30, 2024
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করবে বিধায় জলাবদ্ধতা নিরসণে সবগুলো খাল খনন করে জলপ্রবাহ নিশ্চিত করা […]