ePaper

সাতক্ষীরায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

oplus_0

আপনি যদি ভালো না হন তাহলে কে আপনাকে রক্ষা করবে

শেখ হাসান গফুর, সাতক্ষীরা

নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে চলাচলের নিয়মগুলো মেনে চলুন, নিজের জীবনের জন্য অন্যের জন্য নয়। নিজের পরিবারের জন্য, নিজের সন্তান ও পিতা মাতার কথা চিন্তা করে সড়কে ভালোভাবে চলাচল করুন। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা কনভেনশন সেন্টার এন্ড লেক ভিউ রিসোর্টে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সাতক্ষীরার সড়ক দুর্ঘটনা রোধে সাতক্ষীরার মানুষদের কাজ করতে হবে। শিক্ষিত মানুষ নিয়ম না মানে তাহলে ড্রাইভার কিভাবে মানবে। একজন ড্রাইভার অশিক্ষিত কিন্তু আপনি আমি শিক্ষিত তবে কেন আইন মানছি না। আপনি যদি ভালো না হন তাহলে কে আপনাকে রক্ষা করবে। নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে গাড়িচালক এবং পথচারীদের সচেতন হতে হবে। মালিকপক্ষকে চালকদের জন্য নিয়মিত কর্মশালা (প্রশিক্ষণের) ব্যবস্থা করতে হবে। চালকদের নির্ঘুম রেখে বিরতিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে। প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়, যুদ্ধেও প্রতিদিন এত মানুষ মারা যায় না। তুফান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলার সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান লিটুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মো. রহমতুল্লাহ পলাশ, সাবেক ফিফা রেফারী তৈবুব রহমান বাবু, সাতক্ষীরা জেলা (অতিঃ) পুলিশ সুপার আমিনুর রহমান। সাবেক সাতক্ষীরা পৌর মেয়র মো. তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ফারুক, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা পুলক চন্দ্র, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেন সহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *